আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

  • Update Time : ০১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / 180

আদালত প্রতিনিধি:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আগামী ২৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই তারিখ ধার্য করেন।

রোববার (১৪ নভেম্বর) শুনানির সময়, মামলার ২২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার আরও তিন আসামি মুস্তাবা রাফিদ, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিশান ও এহতাশামুল রাব্বি তানিম ঘটনার পর থেকে পলাতক।

এর আগে ট্রাইব্যুনালে মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ৪৬ জন সাক্ষী জবানবন্দি দেন।

২০১৯ সালের ৭ অক্টোবর, বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের একদল লোক ছাত্রাবাসে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন।

অভিযুক্ত ২২ আসামিকে গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছিল। মামলার তদন্তকালে আসামিদের মধ্যে ৮ জন বিভিন্ন তারিখে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media


আবরার হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

Update Time : ০১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

আদালত প্রতিনিধি:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আগামী ২৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই তারিখ ধার্য করেন।

রোববার (১৪ নভেম্বর) শুনানির সময়, মামলার ২২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার আরও তিন আসামি মুস্তাবা রাফিদ, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিশান ও এহতাশামুল রাব্বি তানিম ঘটনার পর থেকে পলাতক।

এর আগে ট্রাইব্যুনালে মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ৪৬ জন সাক্ষী জবানবন্দি দেন।

২০১৯ সালের ৭ অক্টোবর, বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের একদল লোক ছাত্রাবাসে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন।

অভিযুক্ত ২২ আসামিকে গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছিল। মামলার তদন্তকালে আসামিদের মধ্যে ৮ জন বিভিন্ন তারিখে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।