রোজিনা ইসলামের অপরাধটা আসলে কি? কেন তাকে ছয় ঘণ্টা যাবত আটকে রেখেছিলো স্বাস্থ্য মন্ত্রণালয়? সাম্প্রতিক সময়ে রোজিনা ইসলাম নিয়োগে দুর্নীতিসহ স্বাস্থ্যখাতের নানা অনিয়ম নিয়ে সিরিজ রিপোর্ট করেছেন। এসব কারণেই কি ক্ষুব্ধ মন্ত্রণালয়? আজকের এই হেনস্থা কি তারই জের?
সাংবাদিক হেনস্থার পেছনে কারা; তাদের মুখোশ উন্মোচিত হোক
- Update Time : ১২:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / 192
বাণী ইয়াসমিন হাসি:
স্বাধীন গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বাংলাদেশের হাইকোর্ট গতবছরের ১৬ মার্চ একটি মামলা চলাকালে এই কথাটি স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, এই চতুর্থ স্তম্ভ মানে সাংবাদিকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভ (আইন সভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ) সঠিকভাবে দায়িত্ব পালন করবে। কাজেই সাংবাদিকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে দিন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি প্রশ্ন-নিয়োগে যে কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই নথি কি এমনি এমনি আপনারা দেবেন? আপনারা কোটি টাকার দুর্নীতি করবেন সমস্যা নেই, সেটা প্রকাশ করার চেষ্টা করলেই সব সমস্যা! হয়রানি না করে সাংবাদিকদের সাংবাদিকতা করতে সহায়তা করুন। করোনাকে পুঁজি করে যারা কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম করছে- পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ । ছয় ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করায় দুই দফা তিনি সংজ্ঞাহীন হয়েছেন। তার বিরুদ্ধে মামলাও করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়! কোভিডের সময় সরকারের টাকা নয়-ছয় করে যে সব কর্মকর্তা আর ঠিকাদারেরা যোগসাজশে সরকারকে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন করেছেন তাদের শাস্তি সময়ের দাবি।
আওয়ামী লীগ বা তার সহযোগী কোন সংগঠনের কেউ দুর্নীতি করেনি। দুর্নীতি করেছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চুরির রিপোর্ট করা যাবে না; সংবিধানের কোথাও এটা লেখা নেই। সরকারকে বিব্রত করতে সূক্ষ্মভাবে কারা এত আয়োজন করছে? সাংবাদিক হেনস্থার পেছনে কারা; তাদের মুখোশ উন্মোচিত হোক।
লেখক : সম্পাদক, বিবার্তা২৪ডটনেট।