ভাসানচরে গেল আরও ১৯০৪ রোহিঙ্গা

  • Update Time : ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 210

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ভাসানচরে গেল আরও ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গা শরণার্থী।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে নৌবাহিনীর জেটি থেকে আটটি জাহাজে করে তাদের পাঠানো হয়। এর মধ্যে দুটি জাহাজে রোহিঙ্গাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র ছিল।

নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক সকাল ৯টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এই পর্বের প্রত্যাবাসন কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে গত বুধবার পুলিশি পাহারায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠে নিয়ে আসা হয়। এরপর ১৯টি বাসে করে তাদের চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রোহিঙ্গারা রাত যাপন করে।

Please Share This Post in Your Social Media


ভাসানচরে গেল আরও ১৯০৪ রোহিঙ্গা

Update Time : ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ভাসানচরে গেল আরও ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গা শরণার্থী।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে নৌবাহিনীর জেটি থেকে আটটি জাহাজে করে তাদের পাঠানো হয়। এর মধ্যে দুটি জাহাজে রোহিঙ্গাদের নিত্যব্যবহার্য জিনিসপত্র ছিল।

নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক সকাল ৯টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এই পর্বের প্রত্যাবাসন কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে গত বুধবার পুলিশি পাহারায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠে নিয়ে আসা হয়। এরপর ১৯টি বাসে করে তাদের চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রোহিঙ্গারা রাত যাপন করে।