রাজধানীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে নিহত ১
- Update Time : ০১:৩৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / 212
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর নীলক্ষেত এলাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অভ্যন্তরে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সজীব (২২) নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।
নিহতের ভাই নাহিদ জানান, নায়েমের অভ্যন্তরে নির্মাণাধীন একটি ১০তলা ভবনে কাজ করছিলেন সজিব। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর থানার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবার নাম আলহাজ্ব উদ্দিন। সজিব নির্মাণাধীন ওই ভবনে থাকতেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।