রাজধানীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

  • Update Time : ০২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • / 215

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মো: ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভাটারা থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম বিডি সমাচার কে জানান, আমাদের নিকট তথ্য আসে যে, অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কয়েকজন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর সময় গ্রেফতার করা হয় ফয়েজ আহমেদকে। আর তার নিকট হতে উদ্ধার করা হয় স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড কার্তুজ।

ভাটারা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media


রাজধানীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

Update Time : ০২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতের নাম মো: ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভাটারা থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম বিডি সমাচার কে জানান, আমাদের নিকট তথ্য আসে যে, অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কয়েকজন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর সময় গ্রেফতার করা হয় ফয়েজ আহমেদকে। আর তার নিকট হতে উদ্ধার করা হয় স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড কার্তুজ।

ভাটারা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।