যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • Update Time : ১২:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / 163

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাতুয়াইল মেডিক্যাল রোড নিমতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল পটুয়াখালী গলাচিপা উপজেলার জাকির হোসেন ছেলে। তিনি মাতুয়াইল কবরস্থান রোডে থাকতেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কারখানাটির মালিকের ছেলে খন্দকার ইমন জানান, এক বছর যাবত সে ইবাদত বাইন্ডিং নামে কারখানাটিতে কাজ করছিলেন। সকালে একটি মেশিনের কাছে গিয়ে পানি পান করছিলেন জাহিদুল। তখন সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে অন্য সহকর্মীরা দেখতে পেয়ে খবর দিলে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবির জানান, প্রাথমিকভাবে জানা গেছে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media


যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Update Time : ১২:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাতুয়াইল মেডিক্যাল রোড নিমতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল পটুয়াখালী গলাচিপা উপজেলার জাকির হোসেন ছেলে। তিনি মাতুয়াইল কবরস্থান রোডে থাকতেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কারখানাটির মালিকের ছেলে খন্দকার ইমন জানান, এক বছর যাবত সে ইবাদত বাইন্ডিং নামে কারখানাটিতে কাজ করছিলেন। সকালে একটি মেশিনের কাছে গিয়ে পানি পান করছিলেন জাহিদুল। তখন সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে অন্য সহকর্মীরা দেখতে পেয়ে খবর দিলে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবির জানান, প্রাথমিকভাবে জানা গেছে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।