রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল নিহত

  • Update Time : ০১:৫৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 178

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল ইসলাম নিরব (৩৬) নিহত হয়েছেন। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে শহীদের এক বন্ধু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি ক্রিকেটার শহীদের মামা সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ বিডি সমাচারকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বাসটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‌‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেড’ নামের বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন।

পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ক্রিকেটার শহীদুলের বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় শহীদুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘাতক বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সালাহউদ্দিন।

Please Share This Post in Your Social Media


রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল নিহত

Update Time : ০১:৫৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল ইসলাম নিরব (৩৬) নিহত হয়েছেন। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।

শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে শহীদের এক বন্ধু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি ক্রিকেটার শহীদের মামা সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ বিডি সমাচারকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বাসটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‌‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেড’ নামের বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন।

পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ক্রিকেটার শহীদুলের বন্ধু আফজালের পা ভেঙে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় শহীদুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘাতক বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সালাহউদ্দিন।