মাঝিদের মধ্যে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির মাস্ক বিতরণ
- Update Time : ০৭:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 175
নিজস্ব প্রতিবেদক:
সচেতনতা বাড়াতে রাজধানীর সদরঘাটের বিভিন্ন নৌকা ঘাটে মাঝিদের মধ্যে মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।
মঙ্গলবার (১০ আগস্ট) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহযোগিতায় এনএফএসের বন্ধুরা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এ সময় সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহযোগিতা করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাজ করছে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।নৌকার মাঝিদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়ে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) করোনার শুরু থেকে জনসচেতনতা বাড়াতে কাজ করছে।আমরা ইতোপূর্বে তরুণদের মধ্যে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার, জীবানুনাশক সাবান, বিতরণ করেছি। আজকেও নৌকার মাঝিদের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি।
এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর শ্যামবাজার, নামাপাড়া, দয়াগঞ্জে লিফলেট বিতরণ করেছে সংগঠনের বন্ধুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আকাশ জয়ন্ত, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সহসভাপতি সাইফ আহমেদ সনি, শেখ মো.নাসির, আকাশ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, কোষাধ্যক্ষ মাহবুব আলম, সদস্য জলিলসহ অন্যরা।