ছুটির দিনে রাজধানীতে গাড়ির চাপ কম

  • Update Time : ১২:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • / 205

নিজস্ব প্রতিবেদক:

ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কের মানুষের উপস্থিতি ও গাড়ির চাপ কম। ১৪ দিনের পর আবারও বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রথম দিন আজ।
.

আজ ছুটির দিন শুক্রবার হওয়ায় রাজধানীর সড়কগুলোতে এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকায় অন্যদিনের মতো সড়কে মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

তবে পুলিশের চেকপোস্টে তল্লাশি চলছে। ১৪ দিনের পর বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রথম দিন আজ। চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ রোধে ৫ই আগস্ট রাত ১২টা থেকে ১০ই আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে, ১ আগস্ট থেকে কেবল রপ্তানিমুখী শিল্প কলকারখানা খোলার অনুমোদন দেওয়া হয়েছিল, সেটা বলবৎ থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। গণপরিবহন, অফিস বন্ধ রাখাসহ বাকি বিধিনিষেধগুলো আগের মতোই চলবে।

এর আগে, করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় গেল ১লা জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে, কোরবানির ঈদ ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে গেল ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়।

Please Share This Post in Your Social Media


ছুটির দিনে রাজধানীতে গাড়ির চাপ কম

Update Time : ১২:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ছুটির দিন হওয়ায় রাজধানীর সড়কের মানুষের উপস্থিতি ও গাড়ির চাপ কম। ১৪ দিনের পর আবারও বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রথম দিন আজ।
.

আজ ছুটির দিন শুক্রবার হওয়ায় রাজধানীর সড়কগুলোতে এ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকায় অন্যদিনের মতো সড়কে মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

তবে পুলিশের চেকপোস্টে তল্লাশি চলছে। ১৪ দিনের পর বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রথম দিন আজ। চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা সংক্রমণ রোধে ৫ই আগস্ট রাত ১২টা থেকে ১০ই আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে, ১ আগস্ট থেকে কেবল রপ্তানিমুখী শিল্প কলকারখানা খোলার অনুমোদন দেওয়া হয়েছিল, সেটা বলবৎ থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। গণপরিবহন, অফিস বন্ধ রাখাসহ বাকি বিধিনিষেধগুলো আগের মতোই চলবে।

এর আগে, করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় গেল ১লা জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে, কোরবানির ঈদ ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে গেল ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়।