মতিঝিলে গ্যারেজে আগুনে পুড়ল বাস-প্রাইভেটকার
- Update Time : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / 181
রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে গাড়ির গ্যারেজে লাগা আগুন প্রায় ৫০ মিনিট পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে এর আগেই আগুনে সিল্ক লাইন ট্রাভেলস পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। এছাড়া প্রাইভেটকারসহ দুটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টি ইউনিট পাঠানো হয়। বেলা ১১টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, মোট সাতটি ইউনিট এখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এখানে দেখতে পেয়েছি ফরচুন মোটরস, আলাউদ্দিন মোটরসহ সাত-আটটার মতো গ্যারেজ আছে। খুব সম্ভবত গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত এখানে। পরে বাসে ও প্রাইভেটকারে ছড়িয়ে পড়ে।
আগুন ধরার কারণ নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে বলতে পারব না আগুন কীভাবে লাগছে। তবে আমরা ধারণা করছি যে, গ্যারেজ থেকে শর্টসার্কিটের মাধ্যমে লেগেছে।
আগুন পরিকল্পিত কি-না জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, এখনই বলতে পারব না এই আগুন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কি-না।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, দুটি বাস ও একটা প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত-আটটা গ্যারেজ মিলিয়ে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কাউন্সিলর সুলতান মিয়া বলেন, আগুনের খবরে দ্রুত ঘটনাস্থলে আসি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এর আগে শনিবার রাতে রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে লাগা আগুনে দুটি বাস পুড়ে ভস্মীভূত হয়। এতে ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা।