যাত্রাবাড়ীতে এক ‘অপহরণকারী’ গ্রেপ্তার

  • Update Time : ০১:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 156
নিজস্ব প্রতিবেদক:pinterest sharing button

পথচারীকে অপহরণ করে সর্বস্ব লুটে নেয়া ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তার নাম মো. সাইফুল ইসলাম ওরফে পলক। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার রাতে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব- ১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে অপহৃত হওয়া মো. ফারুক উদ্দিনকে উদ্ধার করে এবং মো. সাইফুল ইসলাম ওরফে পলক নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই বিকাল সোয়া চারটার সময় ফারুক উদ্দিন যাত্রাবাড়ী থানার কাজলা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে যাচ্ছিলেন পায়ে হেটে। তখন গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওরফে পলক অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজন ফারুককে জোর করে একটি সিএনজিতে উঠিয়ে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় জননী ফার্নিচারের কারখানার মধ্যে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ চার হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ফারুককে মারধর করে এবং তার ছোট ভাই মো. গিয়াস উদ্দিনকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার ছোট ভাই এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে জানায়। এরপর ফারুকের কান্নাকাটিতে তার ছোট ভাই তার মায়ের কাছ থেকে সাড়ে আট হাজার টাকা নিয়ে গ্রেপ্তারকৃত পলকের ব্যবহৃত বিকাশ নম্বরে পাঠায়। একপর্যায়ে তার ছোট ভাই অপহরণকারীদের দাবি করা বাকী টাকা পাঠানোর ব্যবস্থা করতে বলে। আর টাকা দিতে না পারলে অপহরণকারীরা ফারুককে মারধর করে ছেড়ে দেয়। পরে ফারুক ছাড়া পেয়ে র‌্যাবে অভিযোগ করেন।

এ ঘটনায় গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


যাত্রাবাড়ীতে এক ‘অপহরণকারী’ গ্রেপ্তার

Update Time : ০১:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক:pinterest sharing button

পথচারীকে অপহরণ করে সর্বস্ব লুটে নেয়া ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তার নাম মো. সাইফুল ইসলাম ওরফে পলক। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার রাতে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব- ১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে অপহৃত হওয়া মো. ফারুক উদ্দিনকে উদ্ধার করে এবং মো. সাইফুল ইসলাম ওরফে পলক নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই বিকাল সোয়া চারটার সময় ফারুক উদ্দিন যাত্রাবাড়ী থানার কাজলা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে যাচ্ছিলেন পায়ে হেটে। তখন গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওরফে পলক অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজন ফারুককে জোর করে একটি সিএনজিতে উঠিয়ে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় জননী ফার্নিচারের কারখানার মধ্যে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ চার হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ফারুককে মারধর করে এবং তার ছোট ভাই মো. গিয়াস উদ্দিনকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার ছোট ভাই এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে জানায়। এরপর ফারুকের কান্নাকাটিতে তার ছোট ভাই তার মায়ের কাছ থেকে সাড়ে আট হাজার টাকা নিয়ে গ্রেপ্তারকৃত পলকের ব্যবহৃত বিকাশ নম্বরে পাঠায়। একপর্যায়ে তার ছোট ভাই অপহরণকারীদের দাবি করা বাকী টাকা পাঠানোর ব্যবস্থা করতে বলে। আর টাকা দিতে না পারলে অপহরণকারীরা ফারুককে মারধর করে ছেড়ে দেয়। পরে ফারুক ছাড়া পেয়ে র‌্যাবে অভিযোগ করেন।

এ ঘটনায় গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।