কারওয়ান বাজারে ২৫ জন মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ১১:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / 201
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ২৫ জনকে আটক করেছে র্যাব-২।
শুক্রবার (২৫ জুন) রাজধানীর কারওয়ান বাজার কাঠপট্টি এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে র্যাব-২।এই অভিযানে ১১ নারী ও ১৪ পুরুষসহ মোট ২৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পরিক যোগশাজসে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।