মতিঝিলে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

  • Update Time : ০১:১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • / 184

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তির টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব ১০।

সোমবার (১৪ জুন) বিকেলে মতিঝিল পার্ক এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতররা হলো মো. নয়ন মোল্লা (৩০) ও মো. শহিদুল ইসলাম (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১টি সুইজ গিয়ার চাকু, ১ জোড়া হাতকরা, ১টি দড়ি, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড এ্যামুনেশনসহ মোল্লা গ্যাংয়ের দু’জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ডিবি পুলিশ, র‍্যাব ও আইন প্রণয়নকারী বিভিন্ন সংস্থার ভুয়া পরিচয় প্রদান করে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অপহরণ করতো এবং তাদের টাকা ছিনিয়ে নিয়ে উক্ত ব্যক্তিদের ফাঁকা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যেতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


মতিঝিলে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

Update Time : ০১:১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে ব্যাংক হতে টাকা উত্তোলনকারী ব্যক্তির টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব ১০।

সোমবার (১৪ জুন) বিকেলে মতিঝিল পার্ক এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতররা হলো মো. নয়ন মোল্লা (৩০) ও মো. শহিদুল ইসলাম (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১টি সুইজ গিয়ার চাকু, ১ জোড়া হাতকরা, ১টি দড়ি, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড এ্যামুনেশনসহ মোল্লা গ্যাংয়ের দু’জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ডিবি পুলিশ, র‍্যাব ও আইন প্রণয়নকারী বিভিন্ন সংস্থার ভুয়া পরিচয় প্রদান করে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অপহরণ করতো এবং তাদের টাকা ছিনিয়ে নিয়ে উক্ত ব্যক্তিদের ফাঁকা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যেতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।