আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে ১৩ দালাল আটক

- Update Time : ০৮:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 203
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ১৩(তের) জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ জুন) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ০৬ (ছয়) সদস্যকে আটক করে ১ মাস করে কারাদণ্ড ও ৭ (সাত) জনকে অর্থ দণ্ড দিয়েছে ।
র্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান ও র্যাব -২ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মেজর মির্জা আহমদ সাইফুর রহমান, পিপিএম।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধ দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখানো সহ বিভিন্ন কৌশলে জনসাধারণের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল। এমনকি পাসপোর্ট ফি জমা দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল, সত্যয়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরী করা, ভুয়া পাসপোর্ট প্রদান করে জনসাধারণকে হয়রানি করে আসছে। অদ্য অভিযান পরিচলনাকালে সে সমস্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়।
র্যাবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দালাল চক্রের ০৬ (ছয়) সক্রিয় সদস্যকে ১ মাস করে কারাদণ্ড ও ৭ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
আটককৃত দালালরা হলেন, তুহিন শেখ(৫৫), মোঃ সোহাগ(৩৫), মোঃ মেহেদী হাসান হান্নান(৩৮), মোঃ নুরুজ্জামান(৪০), মোঃ সেলিম(৪০), মোঃ ইমদাদ হোসেন(৩২), মোঃ সুমন(২০), আবুল খায়ের(৩৮), মোঃ জসিম উদ্দিন(৩৪), মোঃ সুমন কাজী(৪০),মোঃ দারোগালী(৪৫),খোরশেদ আলী(৩০), মোঃ সোহেল রানা(৩৯)।