এনএফএসের মতিঝিল থানার সভাপতি আরমান, সম্পাদক নিবিড়
- Update Time : ০১:০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / 176
নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) মতিঝিল থানা শাখার কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আরমান হোসেনকে সভাপতি ও মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম নিবিড়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১২ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহাত হুসাইন ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মতিঝিল থানা কমিটি গঠন প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাহাত হুসাইন বলেন, মানুষ ও মনুষ্যত্বের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় মতিঝিল থানা কমিটির কর্মযজ্ঞ সংগঠনকে আরও বেগবান করবে। সমাজের অবহেলিত, অধিকার বঞ্চিত, অসহায় মানুষের কল্যাণে মতিঝিল থানা শাখার বন্ধুরা কাজ করে যাবে। সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে মানবতার কল্যাণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে সিমন আহমেদ; মো. হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনজুর-উল-ইসলাম (তুহিন), সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. মাসুদ রানা; ফুয়াদ হাসান, দপ্তর সম্পাদক মো. মোস্তফা আসিফ, অর্থ সম্পাদক মাসুদ আল পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, বন ও পরিবেশ সম্পাদক মো. রন্টি মাদবর, আইন সম্পাদক মো. গোলজার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল হুদা কায়েস, কৃষি ও সমবায় সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কার্যকরী সদস্য যথাক্রমে মো. ফরহাদ হোসেন; সজিব খান; পারভেজ মোল্লা ও মো. জাহিদ আহমেদ জয় মনোনীত হয়েছেন।
এ দিকে, মতিঝিল থানা কমিটির নব-নির্বাচিত সভাপতি মো. আরমান হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল ইসলাম নিবিড় জানান, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি রাহাত হুসাইন ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রুপকার মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মানবিক মতিঝিল গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
নতুন কমিটিতে আরমান-নিবিড়কে নির্বাচিত করায় মতিঝিলে আনন্দ-উল্লাস শুরু হয়, সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।