মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মতিঝিল বিভাগ উপ-পুলিশ কমিশনারের
- Update Time : ০৪:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / 188
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল আহাদ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শুক্রবার (২৮ মে) তাঁর বিভাগ থেকে পাঠান এক বিবৃতিতে জানানো হয়,উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকে গত ২০ মে থেকে পর্যায়ক্রমে বিভাগের অধীন সাতটি থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন।
ডিএমপির ওই বিভাগের সাতটি থানার মধ্যে রয়েছে- পল্টন,মতিঝিল,সবুজবাগ,মুগদা,শাহজাহানপুর,রামপুরা, খিলগাঁও থানা।
মোঃ আবদুল আহাদ থানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, মতিঝিল বিভাগের প্রতিটি পুলিশ সদস্যের অঙ্গীকার হবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। একই সঙ্গে সকল অফিসার এবং ফোর্স পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করবে। থানায় আগত সেবা প্রত্যাশীদের পেশাদারিত্বের সাথে মানসম্মত সেবা প্রদান করা এবং সকলের সাথে ভালো আচরণ করার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।
বিভাগের কোন পুলিশ সদস্য যেন মাদক, চাঁদাবাজি, দুর্নীতিসহ কোন অপরাধমূলক কাজে জড়িত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। তিনি তাঁর নিয়ন্ত্রণাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।