বিতর্কের মঞ্চে সেরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ: ছায়া সংসদে চ্যাম্পিয়ন

  • Update Time : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 182

মেহেদী হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-এর ছায়া সংসদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আইএমএফ-এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি’। যুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষ দলকে পেছনে ফেলে সেরা হয় দলটি।

প্রতিযোগিতায় বিরোধী দলীয় নেতার ভূমিকায় ছিলেন আশিকা জান্নাত এবং উপনেতা হিসেবে ছিলেন ফাহিমুল ইসলাম। সংসদ সদস্য হিসেবে যুক্ত ছিলেন সাবরিনা সুলতানা, আওলাদ জিসান ও মো. শাহরিয়ার আজিম। পুরো দলটি আলোচ্য বিষয়ে গভীর বিশ্লেষণ ও কার্যকর যুক্তি তুলে ধরে বিচারক ও দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।

বিতর্কের শুরু থেকেই শহীদ সোহরাওয়ার্দী কলেজের দল দৃঢ় আত্মবিশ্বাস ও সাংগঠনিক ঐক্য প্রদর্শন করে। বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আইএমএফ-এর ঋণনীতি, বাংলাদেশের আর্থিক বাস্তবতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার সম্পর্ক নিয়ে তারা বাস্তবধর্মী ও সাহসী বক্তব্য উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে আয়োজক প্রতিষ্ঠান থেকে বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিজয়ে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা জানান, এই অর্জন তাঁদের ভবিষ্যতের পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।

কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়—তারা সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক প্রসঙ্গ নিয়েও গভীরভাবে চিন্তা করে।”

শহীদ সোহরাওয়ার্দী কলেজের এই সাফল্য পুরান ঢাকার শিক্ষা-ঐতিহ্যে যুক্ত করল আরেকটি গৌরবময় অধ্যায়।

Tag :

Please Share This Post in Your Social Media


বিতর্কের মঞ্চে সেরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ: ছায়া সংসদে চ্যাম্পিয়ন

Update Time : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মেহেদী হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-এর ছায়া সংসদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এবারের বিতর্কের বিষয় ছিল— ‘আইএমএফ-এর ঋণ ছাড় ও উন্নয়ন সহযোগীদের আস্থা বৃদ্ধি’। যুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষ দলকে পেছনে ফেলে সেরা হয় দলটি।

প্রতিযোগিতায় বিরোধী দলীয় নেতার ভূমিকায় ছিলেন আশিকা জান্নাত এবং উপনেতা হিসেবে ছিলেন ফাহিমুল ইসলাম। সংসদ সদস্য হিসেবে যুক্ত ছিলেন সাবরিনা সুলতানা, আওলাদ জিসান ও মো. শাহরিয়ার আজিম। পুরো দলটি আলোচ্য বিষয়ে গভীর বিশ্লেষণ ও কার্যকর যুক্তি তুলে ধরে বিচারক ও দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।

বিতর্কের শুরু থেকেই শহীদ সোহরাওয়ার্দী কলেজের দল দৃঢ় আত্মবিশ্বাস ও সাংগঠনিক ঐক্য প্রদর্শন করে। বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আইএমএফ-এর ঋণনীতি, বাংলাদেশের আর্থিক বাস্তবতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার সম্পর্ক নিয়ে তারা বাস্তবধর্মী ও সাহসী বক্তব্য উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে আয়োজক প্রতিষ্ঠান থেকে বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি, সনদপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিজয়ে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা জানান, এই অর্জন তাঁদের ভবিষ্যতের পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।

কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়—তারা সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক প্রসঙ্গ নিয়েও গভীরভাবে চিন্তা করে।”

শহীদ সোহরাওয়ার্দী কলেজের এই সাফল্য পুরান ঢাকার শিক্ষা-ঐতিহ্যে যুক্ত করল আরেকটি গৌরবময় অধ্যায়।