বাজারে নেই স্বস্তি

  • Update Time : ০২:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / 177

নিজস্ব প্রতিবেদক

বাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম, আজ কারওয়ান বাজারের পাইকারী বাজারে প্রতি পাল্লা অর্থাৎ ৫ কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায় যা কেজি হিসেবে দাঁড়ায় ৮৮ টাকা। যদিও এই দাম গেল সপ্তাহেই ছিল ৮০ টাকা।

পাইকারী বাজারের দাম আরো বাড়ছে খুচরা বাজারে গিয়ে, দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। একই সাথে এলসির অজুহাতে বেড়েছে রসুন ও আদার দাম। মুদিবাজারে মসলা আর মাছের বাজারে ইলিশ দুটোই বাইরে যাচ্ছে সাধারনের নাগালের।

ভারতের নিজস্ব বাজারে দাম নিয়ন্ত্রণের নেয়ার সিদ্ধান্ত এক কথায় উসকে দিয়েছে দেশের বাজারের পেঁয়াজের দাম। আজ পাইকারী বাজারে ভারতীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে যা খুচরাই ঠেকছে ৭০ টাকার উপরে।

এদিকে দেশি পেঁয়াজও এই সুযোগে ঝাঁঝ বাড়াচ্ছে দিনে দিনে। বিক্রি হচ্ছে পাইকারীতে ৮০ থেকে ৮৮ টাকা মানভেদে। যা খুচরায় পৌঁছে যাচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। পেয়াজের সেঞ্চুরী সম্ভবত আর কয়েকদিনের ব্যাপার বলছেন বিক্রেতারা।

এদিকে পেয়াজের দাম আরো বাড়বে এই শংকায় বেশি পরিমাণের পেঁয়াজ কেনার যেন এখন হিড়িক পড়েছে। এদিকে সবজি বাজারে কিছুটা স্বস্তি, বেশিরভাগ সবজিই মিলছে ৫০ থেকে ৬০ টাকায়, ব্যাতিক্রম কেবল টোমেটো ও শিম।

ভোগ্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস দিচ্ছে কেবল মুদি বাজার, আটা, ময়দা, চিনি, তেলের দাম। কারণ এদের দর কমেছে। তবে মসলার দাম বাড়ছে এবং আগামী সপ্তাহে ভারতের চাল রপ্তানি নিয়ে নেয়া সিদ্ধান্তে দেশে চালের দাম বাড়বে বলছেন ব্যবসায়ীরা।

মাছের বাজারে সাধারণ ক্রেতার কপালের ভাঁজ যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আর হবেই বা না কেন? ইলিশ ছুয়েছে ১৬০০ থেকে ১৭০০। কাতলা পৌছে গেছে ৪৫০ আর বাকি মাছের দামও আগে থেকে বেড়েছে।

ডিম, মাংস ও খাসির মাংসের বাজারে নতুন কোন খবর নেই, বাড়তি দামেই খুব প্রয়োজনেই কেনাকাটা করছেন বলে জানিয়েছে ক্রেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media


বাজারে নেই স্বস্তি

Update Time : ০২:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম, আজ কারওয়ান বাজারের পাইকারী বাজারে প্রতি পাল্লা অর্থাৎ ৫ কেজি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায় যা কেজি হিসেবে দাঁড়ায় ৮৮ টাকা। যদিও এই দাম গেল সপ্তাহেই ছিল ৮০ টাকা।

পাইকারী বাজারের দাম আরো বাড়ছে খুচরা বাজারে গিয়ে, দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। একই সাথে এলসির অজুহাতে বেড়েছে রসুন ও আদার দাম। মুদিবাজারে মসলা আর মাছের বাজারে ইলিশ দুটোই বাইরে যাচ্ছে সাধারনের নাগালের।

ভারতের নিজস্ব বাজারে দাম নিয়ন্ত্রণের নেয়ার সিদ্ধান্ত এক কথায় উসকে দিয়েছে দেশের বাজারের পেঁয়াজের দাম। আজ পাইকারী বাজারে ভারতীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে যা খুচরাই ঠেকছে ৭০ টাকার উপরে।

এদিকে দেশি পেঁয়াজও এই সুযোগে ঝাঁঝ বাড়াচ্ছে দিনে দিনে। বিক্রি হচ্ছে পাইকারীতে ৮০ থেকে ৮৮ টাকা মানভেদে। যা খুচরায় পৌঁছে যাচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। পেয়াজের সেঞ্চুরী সম্ভবত আর কয়েকদিনের ব্যাপার বলছেন বিক্রেতারা।

এদিকে পেয়াজের দাম আরো বাড়বে এই শংকায় বেশি পরিমাণের পেঁয়াজ কেনার যেন এখন হিড়িক পড়েছে। এদিকে সবজি বাজারে কিছুটা স্বস্তি, বেশিরভাগ সবজিই মিলছে ৫০ থেকে ৬০ টাকায়, ব্যাতিক্রম কেবল টোমেটো ও শিম।

ভোগ্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস দিচ্ছে কেবল মুদি বাজার, আটা, ময়দা, চিনি, তেলের দাম। কারণ এদের দর কমেছে। তবে মসলার দাম বাড়ছে এবং আগামী সপ্তাহে ভারতের চাল রপ্তানি নিয়ে নেয়া সিদ্ধান্তে দেশে চালের দাম বাড়বে বলছেন ব্যবসায়ীরা।

মাছের বাজারে সাধারণ ক্রেতার কপালের ভাঁজ যেন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আর হবেই বা না কেন? ইলিশ ছুয়েছে ১৬০০ থেকে ১৭০০। কাতলা পৌছে গেছে ৪৫০ আর বাকি মাছের দামও আগে থেকে বেড়েছে।

ডিম, মাংস ও খাসির মাংসের বাজারে নতুন কোন খবর নেই, বাড়তি দামেই খুব প্রয়োজনেই কেনাকাটা করছেন বলে জানিয়েছে ক্রেতারা।