বোর্ড বাজার আগুনে দগ্ধদের একজনের মৃত্যু
- Update Time : ১০:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 186
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর বোর্ড বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিন জনসহ চার জন দগ্ধের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, মৃতের শরীরের ৯৫% শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়েছে।
নিহত ফরমান মণ্ডল (৬৫) বার্ন ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন মৃতের স্ত্রী খাদিজা বেগম (৫২), ছেলে মিনারুল ইসলাম (৩৫) এবং আরও একজন।
ফরমানের ছোট ছেলে আনারুল ইসলাম জানান, তার ভাই পরিবার নিয়ে বোর্ড বাজার এলাকায় থাকেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসাবে চাকরি করেন। গত ২০/২২ দিন আগে বাবা-মা তার বাসায় বেড়াতে গিয়েছিলেন, সে সময় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে তারা দগ্ধ হন।
ডা. তরিকুল জানান, দগ্ধদের মধ্যে মিনারুল ইসলামের শরীরের ৯৫% শতাংশ এবং খাদিজার শরীরের ৫% শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।