প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে না: মেয়র তাপস
- Update Time : ০১:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 182
নিজস্ব প্রতিবেদক
এখন থেকে প্রত্যেক বছর নবায়ন করতে হবে না, ট্রেড লাইসেন্স নবায়নে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন ব্যবসায়ীরা, এমনটাই জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার ব্যাবসা সহজীকরণ বিষয়ক দু’সপ্তাহব্যাপি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি।
এসময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, দেশের জিডিপির ৩৬ শতাংশ যোগান দিচ্ছে এই ঢাকা শহর। ঢাকা শহরে ব্যবসা-বাণিজ্য আরও সহজীকরণে উদ্যোগ নিচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন। এরই মধ্যে বাণিজ্য অনুমতি ও তা নবায়নভিত্তিক সেবা অনলাইনে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ব্যবসায়ীরা বাণিজ্যের অনুমতি নেবার পর তা পুনঃনবায়ন করতে ১ থেকে ৫ বছর সময় পাবেন। বছর বছর আর নবায়ন করতে হবে না। চলতি অর্থবছরে শুরু থেকে এই ব্যবস্থা শুরু হবে।
এখন থেকে প্রতি বছর জুলাইয়ে দুই সপ্তাহব্যাপী এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত সেবা বুথ আকারে ব্যবসায়ীদের দেয়া হবে বলেও জানান মেয়র।