পদ্মা সেতুর নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক আটক

  • Update Time : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / 276

নিজস্ব প্রতিবেদক:

পদ্মাসেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৬ জুন) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ সকাল থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় পদ্মাসেতু। তবে সেতুতে দাঁড়ানো বা ছবি তোলায় আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেতু কর্তৃপক্ষ। কিন্তু প্রথমদিন সে নিয়ম মানেননি বেশিরভাগ মানুষ।

এরই ধারাবাহিকতায় পদ্মাসেতুর রেলিংয়ের নাট খোলা হচ্ছে এমন একটি ভিডিও করেন অভিযুক্ত যুবক।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, বায়েজিদ নামের ওই ব্যক্তি পদ্মাসেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মাসেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। নাট খুইল্লা…’

পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ পদ্মাসেতুতে ওই টিকটক ভিডিও বানানোর পর তার নিজের টিকটক প্রোফাইলে পোস্ট করে। যখন এ নিয়ে সমালোচনা শুরু হয় তখন তিনি প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলে। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল ডিএকটিভেট করে মোবাইল ফোন বন্ধ করে দেন।

প্রসঙ্গত, ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media


পদ্মা সেতুর নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক আটক

Update Time : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক:

পদ্মাসেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৬ জুন) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ সকাল থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় পদ্মাসেতু। তবে সেতুতে দাঁড়ানো বা ছবি তোলায় আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেতু কর্তৃপক্ষ। কিন্তু প্রথমদিন সে নিয়ম মানেননি বেশিরভাগ মানুষ।

এরই ধারাবাহিকতায় পদ্মাসেতুর রেলিংয়ের নাট খোলা হচ্ছে এমন একটি ভিডিও করেন অভিযুক্ত যুবক।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, বায়েজিদ নামের ওই ব্যক্তি পদ্মাসেতুর রেলিং থেকে হাত দিয়ে লোহার নাট খুলছেন এবং নাট খুলতে খুলতে তিনি বলছেন, ‘এই হলো পদ্মাসেতু আমাদের। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। নাট খুইল্লা…’

পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ পদ্মাসেতুতে ওই টিকটক ভিডিও বানানোর পর তার নিজের টিকটক প্রোফাইলে পোস্ট করে। যখন এ নিয়ে সমালোচনা শুরু হয় তখন তিনি প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলে। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল ডিএকটিভেট করে মোবাইল ফোন বন্ধ করে দেন।

প্রসঙ্গত, ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।