বিশেষ পরিক্ষার দাবিতে সাত কলেজের আন্দোলন
- Update Time : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 173
ঢাকা কলেজ প্রতিনিধি:
ডিসেম্বরের মধ্যে বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড়ের অবরোধ করে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।পরবর্তীতে শিক্ষকদের আশ্বাসে বিকেল তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে বিশেষ পরীক্ষার বিষয়ে বিবেচনা করা হবে এবং আগামীকাল বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষ জরুরী সভা করবেন বলে জানান ৷ এরপর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেন।
আন্দোনলের বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আল আমিন বলেন, শিক্ষকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে, আগামীকাল সাত কলেজের অধ্যক্ষগণ মিলে মিটিং করবেন৷ এজন্য আন্দোলন প্রত্যাহার করে নিলাম।আগামীকাল বিকেলের মধ্যে আমাদের পক্ষে সিদ্ধান্ত না আসলে বৃহস্পতিবার সকালে আবারও আন্দোলনে নামবো আমরা ৷
এ বিষয়ে সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আমাদের চার-পাঁচটা পরীক্ষা চলমান। ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আছে। ডিসেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব না। জানুয়ারিতে নেওয়া যায় কিনা সেটা আমরা বিবেচনা করে দেখছি।
শিক্ষার্থীদেরও প্রস্তুতির বিষয় আছে । বারবার এভাবে আন্দোলন কন? আমার মনে হয় এখানে অন্য কোন উদ্দেশ্যও রয়েছে। সাত কলেজের প্রিন্সিপালদের সিদ্ধান্ত দেওয়ারও এখতিয়ার নেই। সিদ্ধান্ত দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর আগে মঙ্গলবার দুপুর একটায় বিশেষ পরীক্ষার দাবিতে আন্দোলনে নামে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা৷দুই ঘন্টা নীলক্ষেত মোড় অবরোধের ফলে আসেপাশের এলাকায় তীব্র যানযট তৈরী হয় ৷