প্রতারণার অভিযোগে ধামাকা শপিংয়ের সিইওসহ ৩ জন গ্রেপ্তার
- Update Time : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / 172
নিজস্ব প্রতিবেদক:
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিইওসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে, রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা রয়েছে।
টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। গেল ২৩ সেপ্টেম্বর ওই ব্যবসায়ী মামলা দায়ের করেন। সেই মামলাতেই সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করলো র্যাব।
এর আগে, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আটক করে র্যাব।