বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা
- Update Time : ০৫:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / 226
মো: শুভ ইসলাম:
সব কিছুই চলছে অথচ দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। একের পর এক বন্ধের দীর্ঘতা শুধু বেড়েই চলছে। এ যেনো মনে হচ্ছে করোনা শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই বিরাজমান। দীর্ঘ বন্ধে শিক্ষার্থীরা মানসিক হতাশায় ভুগছে।
.
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়ার জন্য অনেক শিক্ষক ই সরকারের কাছে অনুরোধ করছে। তারা বলছে দীর্ঘ বন্ধের ফলে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা যদি আর দীর্ঘ হয়। তাহলে এর ফলাফল সমস্ত জাতির উপর মারাত্মক প্রভাব ফেলবে। যা দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ। তবে এবার অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
.
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খোলা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন করবেন বলে জানা গেছে।
.
মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও বেশ কিছু দাবি পেশ করবেন তারা। আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হোক। যে সময় নষ্ট হচ্ছে এর জন্য তো চাকরির বয়সও বাড়বে না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে।
.
অনলাইন শিক্ষা কার্যক্রমের কোন সফলতা নেই বলে দাবি তুলেছেন আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা। “অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খোলা চাই” ফেসবুক গ্রুপের মাধ্যমে জানা যায় যে ২৪ মে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়ার দাবিতে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করবে। পরবর্তীতে স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনের ডাকা দিবে সাধারণ শিক্ষার্থীরা।
Tag :
বিশ্ববিদ্যালয়