সভাপতি রোহান,সাধারণ সম্পাদক তানজীমুল ইসলাম
ডব্লিউইউবিতে সিসিএসের নতুন কমিটি ঘোষণা
- Update Time : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 21
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ,র (সিওয়াইবি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে আইন বিভাগের শিক্ষার্থী মোঃ তানবীর হায়দার রোহানকে সভাপতি এবং মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের তানজিমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১০ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অমর দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালহা। সাংগঠনিক সম্পাদক পবিত্র হোসেন, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ। দপ্তর সম্পাদক মো: সাব্বির হোসাইন। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তৌহিদুর রহমান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান নাহিদ, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক কাওসার নাইম নিরব।
উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৪টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।