ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারির নাম প্রকাশ

  • Update Time : ১২:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / 9

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এলো দেশের শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা কলেজের শিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকব। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতিশীঘ্রই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।

ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত।

আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবে। দ্বীন ইসলামকে কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য মানের শাখা।

Please Share This Post in Your Social Media


ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারির নাম প্রকাশ

Update Time : ১২:১৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এলো দেশের শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা কলেজের শিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকব। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতিশীঘ্রই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।

ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত।

আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবে। দ্বীন ইসলামকে কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য মানের শাখা।