ঢাবিতে বসু-আইনস্টাইনের যৌথ গবেষণার একশ বছর পূর্তিতে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

  • Update Time : ০৭:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 30

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও আইনস্টাইনের যৌথ গবেষণার একশ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন প্রমুখ।

আন্তর্জাতিক কনফারেন্সটিতে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী উইলিয়াম ড্যনিয়েল ফিলিপস। এ ছাড়াও আমেরিকা, ব্রাজিল, হংকং, ভারত, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশের বিখ্যাত পদার্থবিদরা পুরো সম্মেলনজুড়ে বক্তব্য রাখবেন। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস।

সম্মেলন কমিটির আহ্বায়ক ড. কামরুল হাসান মামুন বলেন, সত্যেন্দ্রনাথ বসু যাকে পৃথিবীর মানুষ সত্যেন বোস নামেই বেশি চিনে, তার জীবনের শ্রেষ্ট সময়ের ২৪টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন। ১৯২১ সালের ১ জুলাই মাত্র ৪টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় যার মধ্যে পদার্থবিজ্ঞান একটি। তার আগে ১৯২০ সালের ১লা ডিসেম্বর থেকে প্রথম উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন পি জে হার্টগ। তিনিই তৎকালীন ঢাকা কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ওয়ালটার এলেন জেনকিন্স পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে নিয়োগ দেন এবং তার নেতৃত্বেই সুদৃশ্য কার্জন হলের মূল ভবনে পদার্থবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।

তিনি আরও বলেন, এই বছর জুলাই মাসে বোস-আইনস্টাইন তত্ত্ব যার মাধ্যমে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্ম হয় তার ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। কোয়ান্টাম স্টাটিস্টিক্সের জন্মস্থান বাংলাদেশ হওয়ায় আমাদের দায়িত্ব আছে দিনটিকে মহা ধুমধামে উদযাপন করা। সত্যেন বোসকে স্মরণ করা এবং বিশ্বকে জানানো যে এই মাটিতে বসেই বিশ্বমানের কাজ সম্ভব। 

এটাই হবে নতুন প্রজন্মের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা উল্লেখ করে ড. কামরুল হাসান মামুন বলেন, একটি আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে দিবসটিকে উদযাপন করে বিশ্বকে জানিয়ে দেওয়া যে আমরাও পিছিয়ে ছিলাম না। কোয়ান্টাম মেকানিক্সের জন্মের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামও জড়িয়ে আছে।

কনফারেন্সের কর্মসূচি সমন্ধে কামরুল হাসান মামুন বলেন, প্রথম দিন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সত্যেন বোসের সরাসরি ছাত্র পার্থ ঘোষ স্মৃতিচারণ করবেন। ২য়, ৩য় ও চতুর্থ দিনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে বসু-আইনস্টাইনের যৌথ গবেষণার একশ বছর পূর্তিতে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

Update Time : ০৭:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও আইনস্টাইনের যৌথ গবেষণার একশ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন প্রমুখ।

আন্তর্জাতিক কনফারেন্সটিতে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী উইলিয়াম ড্যনিয়েল ফিলিপস। এ ছাড়াও আমেরিকা, ব্রাজিল, হংকং, ভারত, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশের বিখ্যাত পদার্থবিদরা পুরো সম্মেলনজুড়ে বক্তব্য রাখবেন। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস।

সম্মেলন কমিটির আহ্বায়ক ড. কামরুল হাসান মামুন বলেন, সত্যেন্দ্রনাথ বসু যাকে পৃথিবীর মানুষ সত্যেন বোস নামেই বেশি চিনে, তার জীবনের শ্রেষ্ট সময়ের ২৪টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন। ১৯২১ সালের ১ জুলাই মাত্র ৪টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় যার মধ্যে পদার্থবিজ্ঞান একটি। তার আগে ১৯২০ সালের ১লা ডিসেম্বর থেকে প্রথম উপাচার্য হিসেবে কার্যভার গ্রহণ করেন পি জে হার্টগ। তিনিই তৎকালীন ঢাকা কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ওয়ালটার এলেন জেনকিন্স পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে নিয়োগ দেন এবং তার নেতৃত্বেই সুদৃশ্য কার্জন হলের মূল ভবনে পদার্থবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।

তিনি আরও বলেন, এই বছর জুলাই মাসে বোস-আইনস্টাইন তত্ত্ব যার মাধ্যমে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্ম হয় তার ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। কোয়ান্টাম স্টাটিস্টিক্সের জন্মস্থান বাংলাদেশ হওয়ায় আমাদের দায়িত্ব আছে দিনটিকে মহা ধুমধামে উদযাপন করা। সত্যেন বোসকে স্মরণ করা এবং বিশ্বকে জানানো যে এই মাটিতে বসেই বিশ্বমানের কাজ সম্ভব। 

এটাই হবে নতুন প্রজন্মের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা উল্লেখ করে ড. কামরুল হাসান মামুন বলেন, একটি আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে দিবসটিকে উদযাপন করে বিশ্বকে জানিয়ে দেওয়া যে আমরাও পিছিয়ে ছিলাম না। কোয়ান্টাম মেকানিক্সের জন্মের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামও জড়িয়ে আছে।

কনফারেন্সের কর্মসূচি সমন্ধে কামরুল হাসান মামুন বলেন, প্রথম দিন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সত্যেন বোসের সরাসরি ছাত্র পার্থ ঘোষ স্মৃতিচারণ করবেন। ২য়, ৩য় ও চতুর্থ দিনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।