যবিপ্রবি স্কুল এন্ড কলেজের ল্যাব উদ্বোধন

  • Update Time : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / 36

মোস্তফা গালিব, যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল এন্ড কলেজের সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। ন্যানে বায়ো এন্ড এডভান্স ম্যাটেরিয়াল ইন্জিনিয়ারিং (এনএএমই) ল্যাবের অর্থায়নে ও সার্বিক সহায়তায় নির্মিত হয় ল্যাবটি।

মঙ্গলবার (১ই অক্টোবর) সকাল ১১ টায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব আবুল কালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ল্যাব উদ্বোধন কার্যক্রম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি’র কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ও এনএএমই ল্যাবের প্রিন্সিপাল ইন্ভেস্টিগেটর অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।

এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আমরা এখানে বায়োলজি, ফিজিক্স, রোবটিক্স ও কেমিস্ট্রির আধুনিক ল্যাব দেওয়ার চেষ্টা করেছি। আমরা উদ্বোধন করে চাবি বুঝিয়ে দিয়ে চলে যাবো। আর মূল দায়িত্ব পালন করবেন তোমাদের শিক্ষকরা। আশা করি তোমরা তোমাদের শিক্ষকদের কাছে আলাদা আলাদাভাবে ল্যাব করার মাধ্যমে সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং আমি আরো মনে করি যশোরের কোথাও বিজ্ঞান অলিম্পিয়াড হলে সেখানে এক সময় যবিপ্রবি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হবে। শিক্ষকদের সহায়তায় তোমরা তোমাদেরকে সেভাবে গড়ে তুলবে।

আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে ল্যাবের মূল অংশে প্রবেশ করেন অতিথিরা। এ সময় অতিথিদের ল্যাবের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখিয়ে বুঝিয়ে দেন ড. খান। পরে যবিপ্রবি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব আবুল কালামের কাছে ল্যাবের চাবি হস্তান্তর করেন তিনি।

ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যবিপ্রবি’র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও যবিপ্রবি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির আহ্বায়ক জনাব আব্দুল্লাহ হিল কাফি, যবিপ্রবি’র কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউল হাসান সহ যবিপ্রবি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media


যবিপ্রবি স্কুল এন্ড কলেজের ল্যাব উদ্বোধন

Update Time : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

মোস্তফা গালিব, যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল এন্ড কলেজের সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। ন্যানে বায়ো এন্ড এডভান্স ম্যাটেরিয়াল ইন্জিনিয়ারিং (এনএএমই) ল্যাবের অর্থায়নে ও সার্বিক সহায়তায় নির্মিত হয় ল্যাবটি।

মঙ্গলবার (১ই অক্টোবর) সকাল ১১ টায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব আবুল কালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ল্যাব উদ্বোধন কার্যক্রম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি’র কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ও এনএএমই ল্যাবের প্রিন্সিপাল ইন্ভেস্টিগেটর অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।

এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আমরা এখানে বায়োলজি, ফিজিক্স, রোবটিক্স ও কেমিস্ট্রির আধুনিক ল্যাব দেওয়ার চেষ্টা করেছি। আমরা উদ্বোধন করে চাবি বুঝিয়ে দিয়ে চলে যাবো। আর মূল দায়িত্ব পালন করবেন তোমাদের শিক্ষকরা। আশা করি তোমরা তোমাদের শিক্ষকদের কাছে আলাদা আলাদাভাবে ল্যাব করার মাধ্যমে সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং আমি আরো মনে করি যশোরের কোথাও বিজ্ঞান অলিম্পিয়াড হলে সেখানে এক সময় যবিপ্রবি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হবে। শিক্ষকদের সহায়তায় তোমরা তোমাদেরকে সেভাবে গড়ে তুলবে।

আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে ল্যাবের মূল অংশে প্রবেশ করেন অতিথিরা। এ সময় অতিথিদের ল্যাবের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখিয়ে বুঝিয়ে দেন ড. খান। পরে যবিপ্রবি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব আবুল কালামের কাছে ল্যাবের চাবি হস্তান্তর করেন তিনি।

ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যবিপ্রবি’র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক ও যবিপ্রবি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির আহ্বায়ক জনাব আব্দুল্লাহ হিল কাফি, যবিপ্রবি’র কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউল হাসান সহ যবিপ্রবি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।