রাষ্ট্র সংস্কার কার্যক্রমের ৩ কমিশনে সদস্য হলেন ঢাবির আইন বিভাগের ৩ শিক্ষক
- Update Time : ১২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- / 67
জাননাহ, ঢাবি প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ৬ টি কমিশনের ৩ টিতে সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ৩ জন শিক্ষক।
এর মধ্যে পুলিশ সংস্কার কমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, বিচার বিভাগ সংস্কার কমিশনে ঢাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, দুদক সংস্কার কমিশনে ঢাবির আইন বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান সদস্য হিসেবে রয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কমিশন গঠনের ঘোষণা দেয়া হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর আলাদা আলাদা এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১১ সেপেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এসব কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন।
বৃহস্পতিবার কমিশনের বাকিদের নাম ঘোষণা করা হয়। যার প্রত্যেকটিতে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে। তবে এ প্রতিনিধি কারা নির্বাচন করে দেবেন তা বলা হয়নি প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।
কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন/সম্মানি ও সুযোগ-সুবিধা পাইবেন; তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।
প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা কমিশনের চাহিদানুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সব ধরনের সহযোগিতা দেবে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩ শিক্ষকের কমিশনে সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা প্রয়োজনীয় সংস্কার আনার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।