আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়
- Update Time : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / 174
জাননাহ, ঢাবি প্রতিনিধি
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ১০ ওভারের ম্যাচের এই প্রতিযোগিতার এবারের আয়োজক ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)৷
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্ন মহিলা জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে (যবিপ্রবি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্রিকেট টিম।
টুর্নামেন্টে ৭৩ রান ও ৮ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা সিরিজ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হালিমাতুস সাদিয়া ।
বাংলাদেশের ৮ টি বিশ্ববিদ্যালয়ের ৮ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা।
৪ টি করে দল নিয়ে দুটি গ্রুপ গঠন করা হয়। ক গ্রুপে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আর খ গ্রুপে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফাইনাল খেলায় আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৭ রান করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। খুব সহজেই ৯ উইকেট হাতে রেখে বিজয় ছিনিয়ে নেয় রিয়া আক্তার শিখার নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিম। প্লেয়ার অব দ্যা ম্যাচ পদক পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের শারমিন শিলা হ্যাপি বিডি সমাচার কে বলেন, খেলাটা অনেক উত্তেজনা পূর্ণ এবং উপভোগ্য ছিল। এমন খেলাধূলার পরিবেশ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রদান করবে।
জানতে চাইলে ঢাবি টিমের রিনা রহমান বিডি সমাচার কে বলেন, খেলাটা সুন্দর ভাবে পরিচালনা করা হয়েছে৷ আম্পায়রা নিরেপক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে চমৎকার এক অভিজ্ঞতা লাভ করেছি।
এই সাফল্য উত্তরোত্তর বজায় রাখার আশা ব্যক্ত করে রিনা রহমান বলেন, গতবার আমরা রানার্স আপ হয়েছিলাম। অনেক আক্ষেপ ছিল। এবার চ্যাম্পিয়ন হয়ে তাই বেশ খুশি। আমরা চেষ্টা করবো এভাবে চ্যাম্পিয়নশিপ যেন ধরে রাখতে পারি।