ঢাবি উপাচার্যের নামে ভুয়া ইমেইল অ্যাকাউন্ট : সতর্ক থাকার আহ্বান
- Update Time : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / 73
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ফেইক ই-মেইল অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ অ্যাকাউন্টের মাধ্যমে পরিচিতদের কাছে পাঠানো হচ্ছে বার্তা ।
ধারণা করা হচ্ছে, অসৎ উদ্দেশ্যে কোনো ভাবে ফায়দা হাসিল করার জন্যই এমনটা করা হচ্ছে । তবে কে বা কারা এই ই-মেইল অ্যাকাউন্ট খুলে এমন কাজ করছে তা এখনো জানা যায়নি।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
উপাচার্য সতর্কতামূলক এ ফেসবুক পোস্টে লিখেছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম এবং প্রোফাইল ছবি ব্যবহার করে একটি ভুয়া জি-মেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারক গুগল চ্যাট আমন্ত্রণ পাঠাচ্ছে এবং আমার নাম ব্যবহার করে ভুল বার্তা পাঠাচ্ছে।”
নিজের ই-মেইল আইডি উল্লেখ করে উপাচার্য বলেন, “আমি যে ই-মেইল ঠিকানা ব্যবহার করি তা হলো- maksudkamal@du.ac.bd তাই অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে উল্লিখিত ই-মেইল ঠিকানাটি দেখুন। আপনার পরিচিতদের মধ্যে এই খবর ছড়িয়ে দিন।”
এই পোস্টের সঙ্গে উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করে দেন। যেখান থেকে দেখা যায়— উপাচার্যের ছবি সম্বলিত একটি ই-মেইল অ্যাকাউন্ট থেকে মেসেজের মাধ্যমে জরুরি দরকারের কথা বলে অপর পক্ষের কাছ থেকে কিছু তথ্য চাওয়া হচ্ছে ।