বাবরি মসজিদ ভেঙে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / 69

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি মিছিল ভিসি চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে । সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

মানববন্ধনে, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করার মাধ্যমে ১৯৯২ সালে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গাকে পুনরায় উসকানি দিয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতিকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা ।

এ সময় তাদের ‘ভারত যদি সেক্যুলার হয়,মসজিদ কেন মন্দির হয়’ ; ‘ঢাবি শিক্ষার্থীরা জানতে চায়, মসজিদ কেন মন্দির হয়’ ; ‘মসজিদ মন্দির ভাঙলো কারা, বিশ্বশান্তির শত্রু যারা’ ; ‘রাম মন্দিরের উদ্বোধন- সাম্প্রদায়িক দাঙ্গার ইন্দন’ ; ‘সাম্প্রদায়িক চিন্তা, জানাই তীব্র নিন্দা’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার পর বিশ্বব্যাপী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। যার রেশ বাংলাদেশেও এসে পৌঁছেছিল। সারা ভারতবর্ষে প্রায় ২০০০ মানুষ সে দাঙ্গায় মারা গিয়েছিল। সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের প্রায় ৩০ টি জেলায় ব্যাপক ভাংচুর এবং সহিংসতা চালিয়েছে হিন্দু জনগোষ্ঠীদের উপর। লুটপাট করা হয়েছে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘরবাড়ি। সেই একই সাম্প্রদায়িক উস্কানি আজকে দেওয়া হল রাম মন্দির উদ্বোধন করার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা সকল ধরনের সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে।

তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এদেশের মানুষ একটি ফুলে দুটি কলির মতো বসবাস করে। উগ্রবাদী ভারত সরকারের রাম মন্দির উদ্বোধনের মধ্যদিয়ে আবারও পুরোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ দেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার উসকানি সহ্য করবে না বলেও এসময় হুঁশিয়ারি দেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


বাবরি মসজিদ ভেঙে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির উদ্বোধনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি মিছিল ভিসি চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে । সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

মানববন্ধনে, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করার মাধ্যমে ১৯৯২ সালে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গাকে পুনরায় উসকানি দিয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতিকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা ।

এ সময় তাদের ‘ভারত যদি সেক্যুলার হয়,মসজিদ কেন মন্দির হয়’ ; ‘ঢাবি শিক্ষার্থীরা জানতে চায়, মসজিদ কেন মন্দির হয়’ ; ‘মসজিদ মন্দির ভাঙলো কারা, বিশ্বশান্তির শত্রু যারা’ ; ‘রাম মন্দিরের উদ্বোধন- সাম্প্রদায়িক দাঙ্গার ইন্দন’ ; ‘সাম্প্রদায়িক চিন্তা, জানাই তীব্র নিন্দা’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার পর বিশ্বব্যাপী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। যার রেশ বাংলাদেশেও এসে পৌঁছেছিল। সারা ভারতবর্ষে প্রায় ২০০০ মানুষ সে দাঙ্গায় মারা গিয়েছিল। সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের প্রায় ৩০ টি জেলায় ব্যাপক ভাংচুর এবং সহিংসতা চালিয়েছে হিন্দু জনগোষ্ঠীদের উপর। লুটপাট করা হয়েছে মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য ঘরবাড়ি। সেই একই সাম্প্রদায়িক উস্কানি আজকে দেওয়া হল রাম মন্দির উদ্বোধন করার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা সকল ধরনের সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে।

তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এদেশের মানুষ একটি ফুলে দুটি কলির মতো বসবাস করে। উগ্রবাদী ভারত সরকারের রাম মন্দির উদ্বোধনের মধ্যদিয়ে আবারও পুরোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ দেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার উসকানি সহ্য করবে না বলেও এসময় হুঁশিয়ারি দেন তারা।