ইবিতে প্রথম আইটি ফেস্ট অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / 188
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীলতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) আইটিভিত্তিক সংগঠন আইটি সোসাইটির উদ্যোগে আইটি ফেস্ট-২০২৩ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রোগ্রামিং, প্রেজেন্টেশন, লোগো ডিজাইন ও আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাইয়্যেদ মাকসুদুর রহমান, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক খালিদ হাসান জুয়েল প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ। তথ্যপ্রযুক্তি ছাড়া এখন কোন কিছু সম্ভব না।
সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি সূচনালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম আইটি ভিত্তিক কর্মশালা করে আসছে। তারই ধারাবাহিকতাই আইটি ফেস্ট এই প্রথম।
পরে নবীনবরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।