এএনএসভিএমকে হারিয়ে চ্যাম্পিয়ন মাৎস্যবিজ্ঞান অনুষদ
- Update Time : ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / 145
আশিকুর রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রাণিবিজ্ঞান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদকে (এএনএসভিএম) টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে মাৎস্যবিজ্ঞান অনুষদ।
৮ ডিসেম্বর(শুক্রবার)বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এএনএসভিএম অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। খেলার প্রথমার্ধে কিছুটা আক্রমণাত্মক ছিল এএনএসভিএম, তবুও গোল করতে পারেনি কোন দল।বিরতির পর আক্রমণে আসে ফিশারিজ অনুষদ। আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও শেষ পর্যন্ত গোল শূন্য ছিল উভয় দল। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে অসাধারণ এক জয় তুলে ২০২৩ আন্ত:অনুষদ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ফিশারিজ অনুষদ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত । এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.সন্তোষ কুমার বসু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আরিফুল আলম, সহযোগী অধ্যাপক নিউটন সাহা, সহযোগী সুপ্রকাশ চাকমা সহ সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, এবারের আসরের ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ফিশারিজ অনুষদের দলপতি সাদি বিজয়। সর্বোচ্চ গোলদাতা (৫) এবং এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফাহিম তামিম। সেরা গোলকিপার এর পুরষ্কার জিতেছেন এএনএসভিএম এর মোহাম্মদ আলী।