ঢাবি সাহিত্য সংসদের সভাপতি ফারহান, সম্পাদক নাহিয়ান
- Update Time : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / 121
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) নতুন এই কমিটির অনুমোদন করেন সংগঠনটির মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা। এর আগে নতুন কমিটি গঠনের জন্য সুপারিশ করেন বিদায়ী সভাপতি তৈমুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজ।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. ফারহান ইশরাক এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিয়ান ফারুক-কে।
সংগঠনটির নতুন সভাপতি মো. ফারহান ইশরাক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্য চর্চার প্রধানতম এই প্ল্যাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য চর্চা ও সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কাজ করে যাবে।’
সাধারণ সম্পাদক নাহিয়ান ফারুক বলেন, ‘সাহিত্য আমাদের জীবনবোধের প্রকাশ। অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সাহিত্য সংসদকে আরো প্রাণবন্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।’
উল্লেখ্য, ‘জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত পাঠ চক্র, বুক রিভিউ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ডাহুক প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলন, সাহিত্য উৎসব আয়োজনসহ সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।