বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেল জবির তিন খেলোয়াড়
- Update Time : ০২:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / 125
জবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন খেলোয়াড় শিক্ষার্থী।
তারা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইস্টাডিস ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া (টেবিল টেনিস), আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রচনা তৃপ্তি (ক্রিকেটার) ও ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন (শুটিং)।
মঙ্গলবার (৭ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী তাদের হাতে চেক তুলে দেন। এসময় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল।
বৃত্তিপ্রাপ্ত জবি শিক্ষার্থী তামান্না সুলতানা সুমাইয়া বলেন, বাংলাদেশের প্রথমবারের মতো ক্রিয়া আমি চাই এই শিক্ষাবৃত্তি ২০২৩ সাল নয় প্রতিবছরই প্রদান করা হোক। যাতে খেলোয়াড়রা খেলার প্রতি উৎসাহিত হতে পারে। খেলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিতে পারে। খেলোয়াড়দের অনেক ধরনের সরঞ্জামাদি ও বিভিন্ন ক্রিয়া সামগ্রী সংগ্রহের জন্য ক্রিয়া বৃত্তি বৃত্তি খুবই উপকারী
প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন কর্তৃক প্রথমবারের মতো খেলোয়াড় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। ভালো খেলার পাশাপাশি পড়াশোনা করার উদ্দেশ্যে এ বৃত্তি প্রদান করা হয়েছে। প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিজনকে ১২ হাজার করে এবং কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিজনকে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করা হয়। সারা বাংলাদেশ থেকে সর্বমোট এক হাজার জনকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে অধিকাংশই ছিলেন জাতীয় দলের ও সাফ গেমসের খেলোয়াড় শিক্ষার্থীরা।
##