অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Update Time : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / 189

জবি প্রতিনিধি:

বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ সমর্থনে, বিএনপির মহা-সমাবেশে পুলিশের হামলায় যুবদল নেতার মৃত্যু ও নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকায় এ মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জকির উদ্দিন আবির।

উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি-শামিম হোসেন. যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন,সহ-সাংগঠনিক নাইমুর রহমান দুর্জয়, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ,সদস্য আফনান সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহা সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণ গ্রেফতারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি। ইতিমধ্যে এই ফ্যাসিবাদী সরকার ভয় পেয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে এবং হাজার হাজার নেতাকর্মীদের অবৈধভাবে গ্রেফতার করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলতে চায়, যতই হামলা মামলা গ্রেফতার করুক আমরা রাজপথে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। আমরা ঘরে ফিরে যাবো না।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, প্রত্যেক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আরোহন করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে। অবৈধ সরকার তার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী দিয়ে পতন ঠেকাতে পারবে না।

Please Share This Post in Your Social Media


অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০১:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

জবি প্রতিনিধি:

বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ সমর্থনে, বিএনপির মহা-সমাবেশে পুলিশের হামলায় যুবদল নেতার মৃত্যু ও নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১ নভেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকায় এ মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জকির উদ্দিন আবির।

উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি-শামিম হোসেন. যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ মেহেদী হাসান অর্নব, আসিফ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন,সহ-সাংগঠনিক নাইমুর রহমান দুর্জয়, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ,সদস্য আফনান সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহা সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণ গ্রেফতারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি। ইতিমধ্যে এই ফ্যাসিবাদী সরকার ভয় পেয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে এবং হাজার হাজার নেতাকর্মীদের অবৈধভাবে গ্রেফতার করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলতে চায়, যতই হামলা মামলা গ্রেফতার করুক আমরা রাজপথে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। আমরা ঘরে ফিরে যাবো না।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, প্রত্যেক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আরোহন করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে। অবৈধ সরকার তার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী দিয়ে পতন ঠেকাতে পারবে না।