শাহবাগে আ.লীগ-ছাত্রলীগের বিলবোর্ড ছিঁড়ে ফেললো ছাত্রদল
- Update Time : ০১:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / 125
ঢাবি প্রতিনিধি
রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগের টাঙানো বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে ছাত্রদল।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভর নেতৃত্বে আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রদলের নেতারা।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ বলেন, বিএনপি গণমানুষের দল। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে যে গণআন্দোলন চলছে, তা ছাত্রলীগের অপপ্রচার দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না। যেখানে অপপ্রচার হবে সেখানেই প্রতিরোধ হবে।
তারেক রহমানকে বাংলাদেশের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আধুনিক, সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
এসময় ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসাইন আলম, দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের কর্মী সিফাত ইবনে আমিন প্রমুখকে ঘটনাস্থলে দেখা গেছে।
এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গণমাধ্যমকে বলেন, ছাত্রদল হলো প্রতিহিংসাপরায়ণ একটি দল, যারা ভিন্ন মতাদর্শকে গ্রহণ করা তো দূরের কথা তাদের দেখতেও পারে না। তারা মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করে। কেউ ব্যক্তিগতভাবে বিলবোর্ড লাগালেও সেটা তারা ছিঁড়ে ফেলে। জনগণ তাদের ভোট না দিলে বলে ভোট চুরি হয়েছে। সবকিছুকেই তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।
তিনি বলেন, এখন ২০০৫ সাল নয় যে ছাত্রদল দেশে সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে। এখন ২০২৩ সাল, যে সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রম থেকে সরে এসে শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ার আহ্বান জানান তানভীর হাসান সৈকত।
উল্লেখ্য, গত রোববার রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, আগারগাঁওসহ বিভিন্ন মোড়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের ভয়াবহতার ঘটনা নিয়ে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা বিলবোর্ড স্থাপন করেন।