সোয়ার্ডের ইডেন কলেজ শাখার সভাপতি হালিমা, সম্পাদক ফারজানা
- Update Time : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / 251
ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের (সোয়ার্ড) ‘ইডেন কলেজে শাখার’ ২০২৩-২৪ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৩ অক্টোবর শুক্রবার সোয়ার্ডের কেন্দ্রীয় সভাপতি মো: শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হালিমা আক্তার ও সাধারণ সম্পাদক নাহিদ ফারজানা।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- রুবিনা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক- নাইমুন সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক- মাছুমা সুলতানা নীলা।
সভাপতি হালিমা আক্তার বলেন, সোয়ার্ড একটি অরাজনৈতিক কল্যাণমূলক ছাত্র সংগঠন। এর মাধ্যমে আমরা রামগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদেরকে একত্রিত করে সকলের মাঝে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও সম্প্রতির বন্ধন সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করি।
তিনি আরো বলেন, আগামীতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্দমে কাজ করে করে যাবো।
উল্লেখ্য, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা সংগঠন সোয়ার্ড ২০০৬ সালের ৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন যারা ছাত্রদের কল্যাণ ও উপজেলা ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় করতে কাজ করে যাচ্ছে।