ঢাবির একুশে হলের ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
- Update Time : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / 176
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের সামনে ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শুক্রবার (১১ আগষ্ট) রাত ১১টার পরে নবজাতকদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ প্রসঙ্গে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে আনুমানিক রাত পৌনে ১১টার দিকে আনন্দবাজার একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের একটি গলির ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করি।
তিনি বলেন, নবজাতকরা ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নবজাতক দুটিকে কারা এখানে ফেলে রেখে গেছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।