জিএসটি এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / 200
আশিকুর রহমান/পবিপ্রবি প্রতিবেদক :
আজ শনিবার ( ০৩ জুন)দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১ টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
এ ইউনিটে তথা বিজ্ঞান অনুষদে মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫ টি। এ ইউনিটে আসন প্রতি লড়েছে ১৭ জন ভর্তিচ্ছু। গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ ইউনিটের পরীক্ষা। পবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো মোট ৭৩৮ জন শিক্ষার্থী। উপস্থিত ছিলেন ৭০০ জন এবং উপস্থিতির হার ৯৫% অনুপস্থিত ছিলেন ৩৮ জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের বলেন “,ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উপস্থিতি ভালো ছিলো, বিজ্ঞান বিভাগে আমাদের কেন্দ্রে পরীক্ষার্থী বেশি ছিলো গত বারের চেয়ে ।”
পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. ফজলুল হক বলেন, সকলের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।