আইনের সান্ধ্যকালীন কোর্সকে প্রত্যাখ্যান, বার্ষিক ৬ লক্ষ টাকা দিতে প্রস্তুত বাংলাদেশ আইন সমিতি
- Update Time : ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / 913
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চালু হতে যাওয়া সান্ধ্যকালীন (এলএলএম) কোর্সের সিদ্ধান্তকে সর্ব সম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আইন সমিতি। শুধু তাই নয়, সমিতির যে সকল সদস্য এই কোর্সের পক্ষে অবস্থান করবে, তাদের সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
মঙ্গলবার(৩০মে) রাতে ঢাবি আইন অনুষদ ভবনে, বাংলাদেশ আইন সমিতির কার্যালয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, সান্ধ্যকালীন(নাইট) কোর্স চালু রাখার সিদ্ধান্ত থেকে আইন বিভাগ যদি সরে না আসে, তাহলে প্রতিবছর নাইট কোর্সের মাধ্যমে সম্ভাব্য যে আয় হওয়ার কথা, সেই প্রায় ৬ লক্ষ টাকা কিংবা এর বেশি দিতেও প্রস্তুত রয়েছে বাংলাদেশ আইন সমিতি।
উক্ত সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তসমূহ হলো:
বাংলাদেশ আইন সমিতি-
১. সকল ওয়াশ রুম আধুনিক করে দিবে
২. বৃত্তির পরিমান বাড়াবে
৩. মুট কোর্টের সব কিছুর দায়িত্ব এবং খরচ দিতে প্রস্তুত
৪. স্থান দিলে ক্যান্টিন করে দিবে
৫. প্রতিবছর ক্যারিয়ার ফেস্ট আয়োজন করবে
৬. সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বার্ষিক বনভোজনে সহায়তা করবে
এছাড়া এ সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের জন্য উইকেন্ডে বিভিন্ন কোর্স চালু করার লক্ষ্যে প্লাটফর্ম “ক্যারিয়ার কোর্স” চালু করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ।
উক্ত প্লাটফর্ম এর আওতায় সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যা বেলা বাংলাদেশ আইন সমিতির সদস্যদের মধ্যে যিনি জজ তিনি জুডিশারির জন্য ক্লাস নিবেন, যিনি উকিল তিনি ওকালতির ক্লাস নিবেন – এরকম প্রস্তাব রাখা হয়েছে ।
আইন সমিতির সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান এর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ আইন সমিতির নেতৃবৃন্দ।