গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশিত
- Update Time : ১২:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 125
আশিকুর রহমান; পবিপ্রবি প্রতিনিধি;
গুচ্ছভুক্ত ২২ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি ‘ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৫৬.৩২ শতাংশ শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছেন ৪৩.৬৮ শতাংশ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৩.২৫ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সিসরাত জাহান। এছাড়া এতে ৯০ নাম্বার পেয়েছেন ২জন, ৮০ এর অধিক নাম্বার পেয়েছেন ১০৩ জন ও ৭৫ এর অধিক পেয়েছেন ৩৪৫ জন শিক্ষার্থী।
গত শনিবার (২০ মে) মোট ১৯টি কেন্দ্রে সমন্বিত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট অর্থাৎ মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৯৮.১৪ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।