বিশ্বকাপ ম্যাচ দেখতে ঢাবিতে বহিরাগতদের না আসার আহ্বান

  • Update Time : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 244

জাননাহ, ঢাবি প্রতিনিধি

 

ফুটবল বিশ্বকাপ ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের না আসার অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাঁদের নিজ নিজ বাসা বা এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো যাচ্ছে।

আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন আর পরিবেশ বিঘ্নিত হয়।

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় এবারের বিশ্বকাপের সব খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

এসব জায়গায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে থাকছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও তার আশপাশেও আছে খেলা দেখার ব্যবস্থা।

যেদিন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা থাকে, সেদিন টিএসসি ও মুহসীন হলের মাঠসহ পুরো ক্যাম্পাসে হাজারো মানুষের ভিড় জমে।

আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা চলাকালে ও শেষে ভুভুজেলা বাজান সমর্থকেরা। ভুভুজেলার বিকট শব্দে হলগুলোর শিক্ষার্থীদের অনেকে ভোগান্তিতে পড়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এসেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ দুই দলের খেলা কেন্দ্র করে ক্যাম্পাসে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে বহিরাগতদের খেলা দেখতে ক্যাম্পাসে না আসার আহ্বান জানালো ।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্বকাপ ম্যাচ দেখতে ঢাবিতে বহিরাগতদের না আসার আহ্বান

Update Time : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি

 

ফুটবল বিশ্বকাপ ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের না আসার অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাঁদের নিজ নিজ বাসা বা এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো যাচ্ছে।

আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন আর পরিবেশ বিঘ্নিত হয়।

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় এবারের বিশ্বকাপের সব খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

এসব জায়গায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে থাকছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও তার আশপাশেও আছে খেলা দেখার ব্যবস্থা।

যেদিন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা থাকে, সেদিন টিএসসি ও মুহসীন হলের মাঠসহ পুরো ক্যাম্পাসে হাজারো মানুষের ভিড় জমে।

আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা চলাকালে ও শেষে ভুভুজেলা বাজান সমর্থকেরা। ভুভুজেলার বিকট শব্দে হলগুলোর শিক্ষার্থীদের অনেকে ভোগান্তিতে পড়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এসেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ দুই দলের খেলা কেন্দ্র করে ক্যাম্পাসে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে বহিরাগতদের খেলা দেখতে ক্যাম্পাসে না আসার আহ্বান জানালো ।