সুনামগঞ্জ ভ্রমণে এসে বন্যায় আটকেপড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে
- Update Time : ১১:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / 170
জাননাহ,ঢাবি প্রতিনিধি:
সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে ভয়াবহ বন্যায় আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ।
তিনি জানিয়েছেন, আমাদের সব শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখন নিরাপদে আছেন। এর আগে আমি তাদের উদ্ধারের জন্য র্যাবের ডিজি, পুলিশ, আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ভালোভাবে সাড়া দিয়ে আমাদের শিক্ষার্থীদের উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী।
পরের দিন ১৫ জুন দিনে বৃষ্টির মধ্যে হালকা ঘোরাঘুরি করলেও রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় আটকা পড়েন তারা। পরে ট্রলারে করে সুনামগঞ্জ শহরে পোঁছালে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সেখানেই শিক্ষার্থীরা আটকা পড়েন। পরে তারা সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে অবস্থান নেন। অবশ্য সেখানে খাবার এবং খাবারের পানির সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।