র‍্যাংকিংয়ের দিকে মনোযোগ নেই : ঢাবি উপাচার্য

  • Update Time : ১২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / 189

জাননাহ,ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ জুন) সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ পরীক্ষা। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট আবেদনকারী ৭৮ হাজার ৪৫ জন।

আর আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়তে হবে ৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে বিভাগ পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আজকের পরীক্ষার পর থেকে ভর্তি পরীক্ষার এই ইউনিটটি বিলুপ্ত হবে।

এদিকে র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘র‍্যাংকিং নয়, শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করা বেশি জরুরি।’

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উপাচার্য।

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, কতগুলো মৌলিক প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো অ্যাড্রেস করার পূর্বে র‌্যাংকিং বিষয়টা ভাবা উচিত নয়। এগুলোর উন্নয়ন না ঘটিয়ে র‌্যাংকিংয়ের বিষয়ে আমরা অ্যাটেনশন দেব না। কারা কী র‌্যাংকিং করল, এগুলো এখন একেবারেই দেখি না।

উপাচার্য বলেন, ‘গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান—এসব সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান আরও স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আমরা খবর পেয়েছি তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই যথাযথভাবে পরীক্ষা পরিচালনা করছেন। আমি শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। প্রশ্নপত্রের মান ও ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ‘ঘ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


র‍্যাংকিংয়ের দিকে মনোযোগ নেই : ঢাবি উপাচার্য

Update Time : ১২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

জাননাহ,ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ জুন) সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ পরীক্ষা। ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট আবেদনকারী ৭৮ হাজার ৪৫ জন।

আর আসন রয়েছে ১ হাজার ৩৩৬টি। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়তে হবে ৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে বিভাগ পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আজকের পরীক্ষার পর থেকে ভর্তি পরীক্ষার এই ইউনিটটি বিলুপ্ত হবে।

এদিকে র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘র‍্যাংকিং নয়, শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করা বেশি জরুরি।’

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উপাচার্য।

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, কতগুলো মৌলিক প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো অ্যাড্রেস করার পূর্বে র‌্যাংকিং বিষয়টা ভাবা উচিত নয়। এগুলোর উন্নয়ন না ঘটিয়ে র‌্যাংকিংয়ের বিষয়ে আমরা অ্যাটেনশন দেব না। কারা কী র‌্যাংকিং করল, এগুলো এখন একেবারেই দেখি না।

উপাচার্য বলেন, ‘গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমান—এসব সূচকের আলোকে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান আরও স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আমরা খবর পেয়েছি তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই যথাযথভাবে পরীক্ষা পরিচালনা করছেন। আমি শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। প্রশ্নপত্রের মান ও ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ‘ঘ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।