ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আনোয়ারুল, মহাসচিব মোল্লা কাওছার

  • Update Time : ০২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 226

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।

আর মহাসচিব হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আনোয়ারুল অ্যালামনাইয়ের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি আর কাওছার জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভায় (২০১৯-২২) সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ কে এম আবুল কাশেম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার শরীফ লুৎফর রহমান ও আবদুর রহমান সরদার।

নবগঠিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন শাইখ সিরাজ। সহসভাপতি হয়েছেন সেলিমা খাতুন, মোহাম্মদ নূর আলী ও আশরাফুল হক মুকুল। কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন সুভাষ সিংহ রায় ও এ কে এম আফজালুর রহমান বাবু। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন শেখ সালাউদ্দিন আহম্মেদ। কোষাধ্যক্ষ হয়েছেন মাহবুব হোসেন।

ভ্যাকসিন আবিষ্কার নিয়ে এ সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘আপনারা (অ্যালামনাই) অনেকেই বলেন, করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ভ্যাকসিন (টিকা) আবিষ্কার করতে পারত, কিট উদ্ভাবন করতে পারত। এ ধরনের নানা কথা খুব প্রসঙ্গক্রমেই আসে। প্রতিটি অ্যালামনাই খুব শক্তিশালীভাবে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করোনার টিকা আবিষ্কার করতে পারল না? এই প্রত্যাশা ও সুন্দর দৃষ্টিভঙ্গির জন্য আপনাদের ধন্যবাদ দিই। আপনাদের এই হাই এস্টিমেশন (উচ্চাশা) একটি প্রশংসনীয় বিষয়। আপনারা চাইছেন যে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারেই এক নম্বর বিশ্ববিদ্যালয় হবে। আপনাদের এ প্রত্যাশা অসাধারণ।’

অ্যালামনাইদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, ‘একটি বিষয় একটু মনে রাখবেন, বিশ্বে কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু একটি টিকার নামই ঘুরেফিরে আসছে। সেটি হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড ছাড়াও তো হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নাম শুনেই বোঝা যাচ্ছে, ইন্ডাস্ট্রি (শিল্প)-একাডেমিয়া (বিশ্ববিদ্যালয়) অ্যালায়েন্স কত শক্তিশালী! কত মিলিয়ন ডলার, কত মিলিয়ন পাউন্ড অনুদান ও বিনিয়োগ থাকলে এ ধরনের একটি কাজ সম্পাদিত হয়! সেটি বোধ করি আপনারা সবাই বোঝেন। আপনাদের প্রত্যাশার সফলতা কামনা করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান ও মর্যাদা, তার পেছনে অ্যালামনাইদের অসাধারণ ও অনন্য অবদান রয়েছে বলে জানান উপাচার্য আখতারুজ্জামান। তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা যে যেখানে কাজ করছেন, তাঁদের নৈতিক একাগ্রতা ও ব্যবসায় নৈতিকতা খুবই উঁচু। অ্যালামনাইদের সুনাম একটি বিশ্ববিদ্যালয়ের জন্য র‍্যাঙ্কিং, সম্মান ও মর্যাদায় শক্তিশালী মানদণ্ড হিসেবে ভূমিকা রাখে। এই মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এ বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দিয়েছেন।’

কমিটির অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, শিক্ষা ও গ্রন্থাগার সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ, দপ্তর সম্পাদক মো. শরিফুর রহমান, আইন সম্পাদক মো. শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম জাহান, বিনোদন সম্পাদক মো. নাসিরুদ্দিন মাহমুদ এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক তাপস চন্দ্র পাল।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আনোয়ারুল, মহাসচিব মোল্লা কাওছার

Update Time : ০২:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।

আর মহাসচিব হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আনোয়ারুল অ্যালামনাইয়ের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি আর কাওছার জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভায় (২০১৯-২২) সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ কে এম আবুল কাশেম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার শরীফ লুৎফর রহমান ও আবদুর রহমান সরদার।

নবগঠিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন শাইখ সিরাজ। সহসভাপতি হয়েছেন সেলিমা খাতুন, মোহাম্মদ নূর আলী ও আশরাফুল হক মুকুল। কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন সুভাষ সিংহ রায় ও এ কে এম আফজালুর রহমান বাবু। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন শেখ সালাউদ্দিন আহম্মেদ। কোষাধ্যক্ষ হয়েছেন মাহবুব হোসেন।

ভ্যাকসিন আবিষ্কার নিয়ে এ সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘আপনারা (অ্যালামনাই) অনেকেই বলেন, করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ভ্যাকসিন (টিকা) আবিষ্কার করতে পারত, কিট উদ্ভাবন করতে পারত। এ ধরনের নানা কথা খুব প্রসঙ্গক্রমেই আসে। প্রতিটি অ্যালামনাই খুব শক্তিশালীভাবে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করোনার টিকা আবিষ্কার করতে পারল না? এই প্রত্যাশা ও সুন্দর দৃষ্টিভঙ্গির জন্য আপনাদের ধন্যবাদ দিই। আপনাদের এই হাই এস্টিমেশন (উচ্চাশা) একটি প্রশংসনীয় বিষয়। আপনারা চাইছেন যে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারেই এক নম্বর বিশ্ববিদ্যালয় হবে। আপনাদের এ প্রত্যাশা অসাধারণ।’

অ্যালামনাইদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, ‘একটি বিষয় একটু মনে রাখবেন, বিশ্বে কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু একটি টিকার নামই ঘুরেফিরে আসছে। সেটি হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড ছাড়াও তো হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নাম শুনেই বোঝা যাচ্ছে, ইন্ডাস্ট্রি (শিল্প)-একাডেমিয়া (বিশ্ববিদ্যালয়) অ্যালায়েন্স কত শক্তিশালী! কত মিলিয়ন ডলার, কত মিলিয়ন পাউন্ড অনুদান ও বিনিয়োগ থাকলে এ ধরনের একটি কাজ সম্পাদিত হয়! সেটি বোধ করি আপনারা সবাই বোঝেন। আপনাদের প্রত্যাশার সফলতা কামনা করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান ও মর্যাদা, তার পেছনে অ্যালামনাইদের অসাধারণ ও অনন্য অবদান রয়েছে বলে জানান উপাচার্য আখতারুজ্জামান। তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা যে যেখানে কাজ করছেন, তাঁদের নৈতিক একাগ্রতা ও ব্যবসায় নৈতিকতা খুবই উঁচু। অ্যালামনাইদের সুনাম একটি বিশ্ববিদ্যালয়ের জন্য র‍্যাঙ্কিং, সম্মান ও মর্যাদায় শক্তিশালী মানদণ্ড হিসেবে ভূমিকা রাখে। এই মানদণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এ বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দিয়েছেন।’

কমিটির অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, শিক্ষা ও গ্রন্থাগার সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ, দপ্তর সম্পাদক মো. শরিফুর রহমান, আইন সম্পাদক মো. শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম জাহান, বিনোদন সম্পাদক মো. নাসিরুদ্দিন মাহমুদ এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক তাপস চন্দ্র পাল।