ডুসামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৪:২৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / 314
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব মতলব (ডুসাম) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোড স্টার কাবাব রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডুসামের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি আলফি শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।
এসময় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রভাষক রোমানা পাপড়ি, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম আবু জাফর মহিউদ্দিন, ডুসামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাউশির পরিচালক মাহমুদ বিন আমিন, দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বাদশা শাওন, সহ-সম্পাদক আনফাল সরকার পমন, ডাকাতিয়ার সাবেক সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর সুজন, ডুসামের সাবেক সভাপতি লেফটেন্যান্ট আব্দুল হান্নান, ডাকসু অমর একুশে হল সংসদের সাবেক সদস্য ও ডুসামের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন গাজী, ডাকাতিয়ার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র শীল, হাজীগঞ্জ ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি আমির হোসেন মুরাদ, চাঁদপুর সদর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মেহেদি হাসান প্রমুখ।
ডুসামের সভাপতি আলফি শাহরিয়ার বলেন, ডুসামের পরবর্তী কার্যক্রম একযুগ পূর্তি উপলক্ষে মতলবে সকল শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সেমিনারসহ বড় প্রোগ্রাম করার প্রস্তুতি চলছে, তাই সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।
উক্ত আয়োজন সম্পর্কে জানতে চাইলে ডুসামের বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “ডুসাম সবসময়ই ভিন্ন কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মতলবের শিক্ষার্থীদের একটি মিলনমেলায় পরিনত হয়েছে। সাবেকরা স্মৃতি রোমন্থন করেছে। জুনিয়ররা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছে। আয়োজক হিসেবে এটাই বড় প্রাপ্তি। আলোকিত মতলব গড়ার দীপ্ত প্রত্যয়ে ডুসাম এগিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে ডুসাম মতলবের শিক্ষা উন্নয়নে আরো দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে। জয়তু ডুসাম”
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ডুসামের কৃতি সদস্য আব্দুল হান্নান ও রোমানা পাপড়িকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংসদ নুরুল আমিন রুহুল ও অধ্যাপক ড. মফিজুর রহমান।