ট্রেনের ছাদে ভ্রমণের সময় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
- Update Time : ১১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / 206
ঢাবি প্রতিনিধি:
ট্রেনের ছাদে ভ্রমণের সময় দুর্ঘটনায় মাহবুব ইসলাম আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার পথে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের লোহার রডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মাহবুব ইসলাম আদর মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থী । তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার(১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি খবর পান ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর ওপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। সেখানে থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে পাঠান। ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্য দেখতে পান লাশের মাথার সামনে ও পেছনে কাটা দাগ। লাশের পরনে থাকা পোশাকের পকেটে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত হন।
জানা গেছে,মা–বাবার একমাত্র সন্তান ছিলেন মাহবুব ইসলাম। তাঁর বাবা আবদুল হান্নান জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।