আমিনুল-মেহেদির নেতৃত্বে বশেমুরবিপ্রবি’তে পরিবেশ বিজ্ঞান ক্লাব এর যাত্রা শুরু
- Update Time : ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / 213
রাকিবুল হাসান,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন, পরিবেশ বিজ্ঞান ক্লাব (ইএসসি) এর প্রতিষ্ঠা ও প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম সেশন ২০১৬-১৭ কে সভাপতি এবং একই বিভাগের প্রথম ব্যাচের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান সেশন ২০১৬-১৭ কে সধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়।
ইএসসি ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, “সহ-সভাপতি, সাইদুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ; সাংগঠনিক সম্পাদক, মোঃ জুবায়ের আরাফাত, সফিকুল আহসান ইমন; অর্থ সম্পাদক, পার্থ প্রতীম ব্রহ্ম; দপ্তর সম্পাদক, আইরিন আক্তার মিম; সহকারী দপ্তর সম্পাদক, রিফাত ইসলাম; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ইমরান কবির, অরুন রায়; জনসংযোগ বিষয়ক সম্পাদক, মীর আজিজুল ইসলাম, আকিক তানজিল জিহান; গবেষণা বিষয়ক সম্পাদক, নাহিদ ফেরদৌস, এইচ. এম. রায়হানুল ইসলাম; ডিজাইন ও সম্পাদনা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালাউদ্দিন, মোস্তাফিজুর রহমান মিম; শিক্ষা তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, হুমাইরা আমিন, রনি ইসলাম; নির্বাহী সদস্য, মোঃ মেহেদি হাসান, মুস্তাসিম বিল্লাহ হৃদয়, ফাতিমা আক্তার, সাইম রাইয়ান সিফাত, মাহাদী হাসান গালিব, আল সাফি মাওয়া।
এছাড়াও কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ রাজিব হোসেন, সভাপতি এবং সহকারী অধ্যাপক, উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন বিভাগে অন্যান্য শিক্ষক শিক্ষিকামন্ডলী। মোঃ মুহাইমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক; সামসুননাহার পপি, সহকারী অধ্যাপক; ড. মোঃরাশেদুজ্জামান, সহকারী অধ্যাপক; শারমিন আক্তার, সহকারী অধ্যাপক; ফেরদৌসী সুলতানা, সহকারী অধ্যাপক; জাকিয়া সুলতানা, সহকারী অধ্যাপক।
কমিটি গঠন এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি আমিনুল ইসলাম বলেন, “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে আমরা প্রথম ব্যাচ হিসেবে অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছি। তাই পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আমাদের বিভাগে শিক্ষার্থীদের বিভিন্ন সেমিনার ও ওর্য়াকশপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই ক্লাবটি যাত্রা শুরু করছে। আশা করি এ ক্লাবটি তার কার্যক্রমের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা এবং বিভিন্ন বিষয় দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
সংগঠনের কাজ এবং পদ প্রাপ্তির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সধারন সম্পাদক মেহেদী হাসান বলেন, “আমরা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকেই একটি ক্লাব খোলার জন্য আগ্রহী ছিলাম ক্লাবটি চালু করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে।পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিবস উদযাপন এবং পরিবেশ বিজ্ঞানের আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ হবার ব্যাপারে এই সংগঠন কাজ করবে।”